নিউজিল্যান্ডের জয় কেড়ে নিল টিম ডেভিড

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু করতে শেষ ১২ বলে ৩৫ রান করতে হতো অস্ট্রেলিয়ার। কঠিন সেই লক্ষ্যটা একরকম নাগালেই চলে আসে ১৯তম ওভারে ১৯ রান নিলে। শেষ ওভারে বাকি ১৬ রান তুলে ম্যাচটা নিজেদের করে নেই সফরকারী অস্ট্রেলিয়া। ইনিংসের শেষ বলে চার হাঁকিয়ে পেরিয়ে যায় নিউজিল্যান্ডের ২১৫ রানের পাহাড়। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে যায় মিচেল মার্শের দল।

ওয়েলিংটনে এদিন টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরু থেকেই সফরকারী বোলারদের চাপে রেখেছে কিউই ব্যাটাররা। পাওয়ার প্লেতে ওভার প্রতি রান উঠেছে ১০ এর বেশি। দলীয় ৬১ রানে ওপেনার ফিন অ্যালেন ৩২ রান করে ফিরলে ডেভন কনওয়ের সঙ্গে জুটি গড়েন রাচিন রবীন্দ্র। এই দু’জন দলকে নিয়ে যান ১৭৪ পর্যন্ত।

বিজ্ঞাপন

৩৫ বলে ৬৮ রানের ইনিংস খেলে রাচিন ও ৪৬ বলে ৬৩ রান করে কনওয়ে দলকে রেখে যান বড় সংগ্রহের পথে। শেষ দিকে গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান মিলে কিউইদের সংগ্রহটাকে দুইশ পার করেন। নির্ধারিত ওভারে ৩ উইকেটে স্কোরবোর্ডে ২১৫ রানের শক্ত ভিত পায় কিউইরা।

লক্ষ্যটা পাহাড়সম হলেও অস্ট্রেলিয়া কখনোই ম্যাচ থেকে ছিটকে গেছে বলে মনে হয়নি। দলীয় ৬৯ রানে দুই ওপেনার ফিরলেও স্কোরবোর্ডে রানের চাপ পড়তে দেননি দু’জনে। এরপর মাঝে মিচেল মার্শকে সঙ্গ দিতে আসা গ্লেন ম্যাক্সওয়েল খেলে যান ১১ বলে ২৫ রানের একটা ইনিংস।

অবশ্য এরপর জস ইঙ্গলিস ২০ বলে ২০ রান করে কিছুটা চাপ বাড়িয়ে তুলেন মার্শের ওপর। ম্যাচটা কঠিন হয়ে উঠে তাতে। টিম ডেভিড যখন উইকেটে আসলেন তখন ১৯ বলে ৪৪ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। দায়িত্বটা নিতে ভুল করেননি ডেভিড। ইঙ্গলিসের ক্ষতি পুষিয়ে দেন তিনি। ১০ বল মোকাবেলা করে ৩১ রানের বিধ্বংসী একটা ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। শেষ তিন বলে করেন ১২ রান। অন্যদিকে ৪৪ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন মার্শও।


সিরিজ বাঁচাতে আগামী ২৩ ফেব্রুয়ারি বেলা ১২ টা ১০ মিনিটে ফের মাঠে নামবে নিউজিল্যান্ড। এরপর সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
নিউজিল্যান্ড: ২১৫/৩; (কনওয়ে ৬৩, রবীন্দ্র ৬৮, ফিলিপস ১৯*; মার্শ ১/২১)
অস্ট্রেলিয়া: ২১৬/৪; (মার্শ ৭২*, ম্যাক্সওয়েল ২৫, ডেভিড ৩১*; স্যান্টনার ২/৪২)
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।