রাঁচি টেস্টে নেই বুমরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চোটাঘাতে দীর্ঘদিন সাদা পোশাকের ক্রিকেট থেকে দূরে ছিলেন জশপ্রীত বুমরা। চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে প্রায় দেড় বছর পর ফিরেছিলেন ক্রিকেটের অভিজাত ফরম্যাটে। দীর্ঘসময় টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকলেও বোলিংয়ে জং ধরেনি এতটুকু। ইংল্যান্ড সিরিজে তার একার পেসেই যেন কুপোকাত ইংলিশ ব্যাটাররা। 

বিশাখাপত্তনম টেস্টে দুই ইনিংসে মিলিয়ে বুমরার নেয়া ৯ উইকেটেই সিরিজে সমতা আনে ভারত। এই পারফরম্যান্স দিয়ে প্রথম ভারতীয় পেসার হিসেবে উঠে আসেন টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে এখন পর্যন্ত ৩ টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই। তবে গত কয়েক বছর চোটাঘাতে কাবু বুমরার ধকল কমিয়ে আনতে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। সিরিজের পরের টেস্ট রাঁচিতেই বিশ্রাম পেতে যাচ্ছেন বুমরাহ। 

বিজ্ঞাপন

দীর্ঘ সময় চোটের পর ফিরে মাঠে বাড়তি চাপ এড়াতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারত ক্রিকেট। বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকেট বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। 

যদিও এ নিয়ে আফিশিয়ালি এখন পর্যন্ত কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, বিসিসিআই। এদিকে বুমরাহ বিশ্রামে যাওয়ার আগে আরও কয়েক মূল ক্রিকেটার ছাড়াই সিরিজ শেষের পথে ভারতের। প্রথমে দুই টেস্টে থেকে সরে দাঁড়ানোর পর ব্যক্তিগত কারণে আরও দুটি টেস্টে খেলবেন না বিরাট কোহলি। এদিকে চোটের কারণে রাজকোট টেস্টে খেলেননি লোকেশ রাহুল।

সিরিজের এই অবস্থানে টানা দুই জয়ে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। গতকাল শেষ হওয়া রাজকোট টেস্টে ৪৩৪ রানের রেকর্ড জয় পেয়েছে ভারত। সিরিজের চতুর্থ টেস্ট আগামী ২৩ ফেব্রুয়ারি।