বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থানের উন্নতি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের পয়েন্ট টেবিলে একের অধিক দলের অবস্থানের পরিবর্তন ঘটেছে। এর মধ্যে বাংলাদেশের উন্নতি হয়েছে এক ধাপ। পয়েন্ট তালিকার পাঁচ থেকে চারে উঠে এসেছে টাইগাররা।

বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডের পয়েন্ট এবং অবস্থানেরও পরিবর্তন হয়েছে।

বিজ্ঞাপন

প্রোটিয়াদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টানা দুই জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কিউইরা। অবস্থানের অবনতি হয়েছে দক্ষিণ আফ্রিকার।

অন্যদিকে ভারত ও ইংল্যান্ডের চলমান টেস্ট সিরিজের ম্যাচের ফলাফল প্রভাব ফেলেছে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়। বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টে এবং গতকাল রাজকোটে রেকর্ড ৪৩৪ রানের বিশাল জয়ের পর পয়েন্ট তালিকায় উপরে উঠে এসেছে রোহিত শর্মার দল।

এক জয় ও এক হারের পর ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে বাংলাদেশ। মূলত পয়েন্টের শতাংশের ওপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাবটি করা হয়। একটি বছরে বা মৌসুমে সব দল সমানসংখ্যক টেস্ট খেলার সুযোগ পায় না বলেই পয়েন্টের পরিবর্তে পয়েন্ট শতাংশের দিকেই ভরসা রাখছে আইসিসি।

 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ (২০২৩-২৪)

দল

ম্যাচ

পয়েন্ট

শতকরা পয়েন্ট

নিউজিল্যান্ড

০৪

৩৬

৭৫.০০

ভারত

০৭

৫০

৫৯.৫২

অস্ট্রেলিয়া

১০

৬৬

৫৫.০০

বাংলাদেশ

০২

১২

৫০.০০

পাকিস্তান

০৫

২২

৩৬.৬৬

ওয়েস্ট ইন্ডিজ

০৪

১৬

৩৩.৩৩

দক্ষিণ আফ্রিকা

০৪

১২

২৫.০০

ইংল্যান্ড

০৮

২১

২১.৮৮

শ্রীলঙ্কা

০২

০২

০.০০

 *১৮ ফেব্রুয়ারি পর্যন্ত