এখনও দুটি ম্যাচ বাকি, ভারতকে স্টোকসের হুঙ্কার

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজকোট টেস্টে ভারতের কাছে পাত্তাই পায়নি সফরকারী ইংল্যান্ড। ম্যাচ হেরেছে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে। আর তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে লিড নিয়েছে রোহিত শর্মার দল। অবশ্য এখনও দুটি ম্যাচ বাকি থাকায় সিরিজ জয়ের আশা ছাড়ছেন না ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ২০১২ সালের পর ফের ভারতের মাটিতে টেস্ট জিতেই ঘরে ফিরতে চান তিনি। ম্যাচ হারের পর এমনই হুঙ্কার দিয়েছেন স্টোকস।

ভারতকে প্রথম ইনিংসে ৪৪৫ রানে থামিয়ে দ্বিতীয় দিনটা দুর্দান্ত কাটিয়েছিল ইংল্যান্ড। ম্যাচ নিজেদের করে নেওয়ার আভাস মিলছিল বেন ডাকেটের বিধ্বংসী ব্যাটিংয়ে। তার খেলা ১৫১ বলে ১৫৩ রানের ইনিংস নিয়ে স্টোকস বলেন, ‘বেন ডাকেট একটি অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। তাদের সংগ্রহের পথেই ছিলাম আমরা। কিন্তু কখনো কখনো সব পরিকল্পনা কার্যকর হয় না।’

বিজ্ঞাপন

২-১ ব্যবধানে পিছিয়ে পড়লেও সিরিজ জয়ের সুযোগটা যে এখনও হাতছাড়া হয়ে যায়নি সেটাও মনে করিয়ে দিয়েছেন স্টোকস, ‘আমরা সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছি কিন্তু এখনও দুটি ম্যাচ বাকি। এই ম্যাচে কি হয়েছে তা ভুলে যেতে চাই। শুধু জানি পরের দুটি ম্যাচ আমাদের জিততে হবে।’

ভারত-ইংল্যান্ডের পরের টেস্ট আগামী ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে। যেখানে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। আর সেই টেস্টে ইংল্যান্ড জিতলে যে ৭ মার্চ ধর্মশালা টেস্টটি প্রাণ পাবে তা বলায় যায়।