বিশাখাপত্তনমে পর রাজকোটেও জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘ডাবল সেঞ্চুরি’। এটি যেন প্রতি ম্যাচে নিয়ম বানিয়ে ফেলেছেন ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। রাজকোট টেস্ট দিয়ে নিজের সপ্তম টেস্ট খেলছেন এই বাঁহাতি ব্যাটার। এরই মধ্যে করেছেন দুটি ডাবল সেঞ্চুরি।

বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান জয়সওয়াল। ২০৯ রানের সেই ইনিংসে ২৭৭ বলে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। এবার রাজকোটে করলেন আরও দ্রুত। ২৩১ বলেই হাঁকালেন ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার (২২ বছর ৪৯ দিন) হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। সবচেয়ে কম বয়সে রেকর্ড সাবেক ভারতীয় ব্যাটার বিনোদ কাম্বলির (২১ বছর ৫৪ দিনে)। 

বিজ্ঞাপন

তার এই নান্দনিক ইনিংসের ভরে রাজকোট টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ছাড়ায় পাঁচশ। 

শেষ পর্যন্ত ২৩৬ বলে ২১৪ রানে অপরাজিত ছিলেন জয়সওয়াল। এতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪৩০ সংগ্রহ নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫৫৭ রানের।

এদিকে আগের ইনিংসে রানআউটে কাটা পড়া সরফরাজ দ্বিতীয় ইনিংসেও খেলেন দারুণভাবে। জয়সওয়ালকে সঙ্গ দিয়ে এগোনো এই ডানহাতি ব্যাটার অপরাজিত থাকেন ৬৮ রানে। তবে এদিন রানআউটের শিকার হয়েছেন শুভমান গিল। সেঞ্চুরির আক্ষপের দিনে তিনি করেন দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান। 

এর আগে রোহিতের ১৩১ ও জাদেজার ১১২ রানের ভরে প্রথম ইনিংসে ৪৪৫ রান করে ভারত। পরে ব্যাটিংয়ে নেমে শুরুতে বেশ দাপুটে ব্যাটিং করলেও শেষ ২০ রানে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রানেই গুটিয়ে যায় বেন স্টোকসের দল। সেখানে সর্বোচ্চ ১৫৩ রান করেন ওপেনার বেন ডাকেট।