এক বছর মাঠের বাইরে জেমিসন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

পিঠে ফ্র্যাকচারের কারণে কমপক্ষে এক বছরের জন্য ক্রিকেটের মাঠ থেকে বাইরে থাকতে হবে কিউই পেসার কাইল জেমিসনকে। স্ক্যান করার পর জানা গেছে নতুন এই চোটটি পিঠের সেই অংশেই যেখানে গত বছরও অস্ত্রোপচার হয়েছিল। তবে এবার অস্ত্রোপচারের মধ্যে দিয়ে তাকে যেতে হবে না বলে আশা করা হচ্ছে না।

জেমিসন এক বিবৃতিতে জেমিসন বলেছেন, ‘গত কয়েক দিন আমার সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমি আমার সঙ্গী, পরিবার, সতীর্থ, সহায়তা কর্মী এবং চিকিৎসা পেশাদারদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি জানি একজন ক্রিকেটার হিসেবে ইনজুরি জীবনের অংশ এবং আমার যে বয়স তাতে আমি আশাবাদী যে সামনে আরও অনেক আমার খেলার সময় আছে।‘

বিজ্ঞাপন

২০২২ সালের জুনে চোট পাওয়ার পর তিনি গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ফিরেছিলেন। সেই চোটের সময় তাকে একটি অস্ত্রোপচার করতে হয়েছিল যা তাকে কয়েক মাসের জন্য মাঠ থেকে বাইরে রেখেছিল।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘আমরা সবাই দেখেছি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য কাইল কতটা পরিশ্রম করেছেন। তার জন্য এই ধরনের ধাক্কা পাওয়াটা কঠিন খবর। আমরা জানি সে নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার জন্য কতটা দৃঢ়প্রতিজ্ঞ এবং আমরা তার পুনর্বাসনের পথে তার পাশে থাকব।‘