২০ রানে নেই শেষ ৫ উইকেট, ১২৬ রানের লিড ভারতের 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনের শুরু থেকে বোঝা যাচ্ছিল ‘বাজবল’ আজ কিছুটা পিছিয়ে। শেষ পর্যন্ত হলোও তাই। বেন ডাকেট দেড়শ পেরিয়ে ১৫৩ রানের থামার পর চাপ কিছুটা সামলে এগোচ্ছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। লাঞ্চের আগে কুলদীপ যাদবের স্পিন ঘূর্ণিতে ভুগছিল ইংল্যান্ড। লাঞ্চের পর ভুগল সিরাজের পেস তোপে। 

দ্বিতীয় সেশনটা হাতে ৫ উইকেট নিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। তবে তা খোয়াতে খেলেছে স্রেফ ৬১ বল। এবং শেষ ২০ রান যোগেই হারিয়েই পুরো ৫ উইকেট। ৩১ ওভারে ২ উইকেটে ২০৭ রান নিয়ে শুরু করা দিনে দ্বিতীয় সেশনে ৩১৯ রানেই গুটিয়ে যায় বেন স্টোকসের দল। এতে ১২৬ রানের বিশাল লিড পেয়েছে ভারত। ডাকেটের ১৫৩ বাদে ৪১ রান করেন ওলি পোপ। সিরাজ নেন চারটি উইকেট, দুটি করে নেন জাদেজা ও কুলদীপ।

বিজ্ঞাপন

এদিকে লক্ষ্য বাড়াতে ইতিমধ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার শেষে বিনা উইকেটে ১৫ রান তুলেছে স্বাগতিকরা। 

এর আগে নিজেদের প্রথম ইনিংসে রোহিত শর্মার ১৩১, জাদেজার ১১২ এবং অভিষেক ইনিংসে সরফরাজের ৬২ রানের জবাবে ৪৪৫ রানের বড় সংগ্রহ পায় ভারত।