চোট কাটিয়ে লিগে ফিরছেন সালাহ 

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

চোট ও আফকন কাপের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের সবশেষ চার ম্যাচে খেলতে পারেননি। তবে আগের ২০ ম্যাচে ১৪ গোল করে চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিশরীয় তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ১৬ গোল নিয়ে তার আগে কেবল আর্লিং হালান্ড। এদিক সালাহর দল লিভারপুলও আছে দারুণ ছন্দে। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে অল রেডরা আছে তালিকার শীর্ষে। 

বিজ্ঞাপন

বাকি পথে এখন এই শীর্ষস্থান ধরে রাখার পালা। আর দলের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে চোট থেকে সেরে লিগের খেলা ফিরছেন সালাহ। প্রায় এক মাস মাঠে বাইরে ছিলেন তিনি। 

জানুয়ারির মাঝামাঝি সময়ে আফকন কাপের গ্রুপ পর্বে ম্যাচে ঘানার বিপক্ষে মিশরের ২-২ ড্রয়ের রাতে হ্যামস্ট্রিংয়ে চোট পান দলটির অধিনায়ক সালাহ। অবশ্য তার দল যেতে পারেনি বেশিদূর। বিদায় নিয়েছে শেষ ১৬ থেকেই। 

প্রিমিয়ার লিগে আজ (শনিবার) লিভারপুলের ম্যাচ বার্নলির বিপক্ষে। এই ম্যাচ দিয়েই মাঠে দেখা মিলতে পারে এই তারকা ফরোয়ার্ডের। এই ম্যাচে নামতে সালাহ পুরোপুরি ফিট আছেন বলেও জানিয়েছেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ।