টেস্ট না খেলায় হারিস রউফের চুক্তি বাতিল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে খেলতে চাননি হারিস রউফ। সেজন্য কম গঞ্জনা শুনতে হয়নি তাকে। প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ এবং পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এজন্য তাকে ধুয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ওই ঘটনার জেরে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়লেন এই পেসার।

জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে কেন অনীহা জানিয়েছিলেন, রউফের কাছে তা জানতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ ব্যাখ্যা করার জন্য তাকে শুনানিতে ডাকা হয়। তবে সদুত্তর দিতে না পারায় শেষ পর্যন্ত তার চুক্তি বাতিল করেছে বোর্ড।

বিজ্ঞাপন

গত বছরের ১ ডিসেম্বর থেকে রউফের চুক্তি বাতিল ধরে নেয়া হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কোনো বিদেশি লিগে খেলার জন্য অনাপত্তিপত্রও (এনওসি) পাবেন না এই পেসার।

গত বছরের ডিসেম্বরে হয়ে নতুন বছরের জানুয়ারি পর্যন্ত চলা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলে বিগ ব্যাশে অংশ নেন রউফ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তান দলে ফিরেছিলেন তিনি।

এদিকে রউফের সঙ্গে চুক্তি বাতিলের আগে ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজকেও তার পো থেকে অব্যাহতি দিয়েছে পিসিবি।