শুরুতেই বিপাকে ভারত, উড়ছে ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজকোট টেস্টের প্রথম দিনে বিপাকে পড়ে গেছে ভারত। প্রথম ঘণ্টাতেই বিদায় নিয়েছেন তিন জন ব্যাটার। ৩৩ রানে তিন উইকেট খোয়ানো দলকে বাঁচানোর দায়িত্বটা এখন রোহিত শর্মার কাঁধে।

পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড হেসেছিল শেষ হাসি। তবে পরের ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। তৃতীয় টেস্টে দুই দলই তাই চাইবে জিতে এগিয়ে যেতে। 

বিজ্ঞাপন

সেই লক্ষ্যে নামার ম্যাচে ভারত তাদের একাদশে এনেছে সরফরাজ খানকে। সঙ্গে দলে ধুঁকেছেন ধ্রুব জুরেলও। মোহাম্মদ সিরাজ আর রবীন্দ্র জাদেজাও দলে ঢুকেছেন। বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার, স্রীকার ভরত, অক্ষর পাটেল আর মুকেশ কুমার। ইংল্যান্ডে পরিবর্তন আছে একটা, মার্ক উড ঢুকেছেন শোয়েব বশিরের জায়গায়।

টস জেতেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নেন ব্যাট করার সিদ্ধান্ত। সে সিদ্ধান্ত শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়ে চতুর্থ ওভারে যশস্বী জয়সওয়ালের বিদায়ে। দলে ঢোকা মার্ক উডের শিকার হন তিনি। এরপর তিনি বিদায় করেছেন শুবমান গিলকেও। এরপর প্রথম টেস্টের নায়ক জো হার্টলির বলে আক্রমণ করতে গিয়ে কভারে ক্যাচ দিয়ে ফেরেন রজত পতিদার। এক ঘণ্টার আগেই ৩৩ রানে তিন উইকেট হারায় ভারত।