জামালের ‘কামাল কীর্তি’ চলছেই!

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ট্যাক্সি চালক থেকে এখন পাকিস্তানের পেস ইউনিটের চালক। আপাতত অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজে পেসার আমের জামালকে এমন বিশেষণে ভূষিত করাই যায়। সিডনি টেস্টের প্রথম দিনে দেখা মিলে অল-রাউন্ডার জামালের। নয়ে ব্যাট করতে নেমে ৮২ রানের নান্দনিক এক ইনিংস খেলে দলকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেন এই ডানহাতি ব্যাটার। 

এবার তৃতীয় দিনে এসে দেখালেন পেস নৈপুণ্য। অজিরা যখন বড় সংগ্রহের পথে এগোচ্ছিল তখনই বাধা হয়ে দাঁড়ালেন জামাল। স্রেফ ২০ বলে ১১ রান যোগে সাজঘরে ফেরেন ৫ অজি ব্যাটার, যার মধ্যে শেষ চারটি উইকেটই নিয়েছেন জামাল। ২১ ওভার ৪ বলে ৬৯ রান খরচে ইনিংসে মোট ৬টি উইকেট নেন জামাল। এতে নিজেদের প্রথম ইনিংসে সবকটি হারিয়ে ২৯৯ রানে থামে অজিরা। পাকিস্তান এগিয়ে ১৪ রানে। এদিকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেি চাপে পড়েছে পাকিস্তান। শুরুর দুই ওভারে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক শান মাসুদ।

বিজ্ঞাপন

এর আগে প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে ৯৬ রানেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এতে অল্পেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলেও ঢাল হয়ে দাঁড়ান মোহাম্মদ রিজওয়ান ও নয়ে নামা আমের জামিল। রিজওয়ানের ১০৩ বলে ৮৮ রানের পর জামিল করেন ৯৭ বলে ৮২ রান। এতে দলীয় সংগ্রহ পেরোয় তিন'শয়ে। ৩১৩ রানে প্রথম ইনিংস শেষ করে প্রথম দিনে কেবল এক ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে পেস তাণ্ডব চালানোর পর সিডনিতেও সফল কামিন্স। নিয়েছেন দলের সর্বোচ্চ পাঁচ উইকেট।

দ্বিতীয় দিনে ম্যাচ গড়ায় কেবল ৪৬ ওভার। এরপর বৃষ্টি বাগড়া দিলে দিন শেষ হয় সেখানেই। এর আগে ২ উইকেটে ১১৩ রান তোলে স্বাগতিকরা।

তৃতীয় দিন শুরুতেই বেশ স্বাচ্ছন্দ্যএই ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ। তবে ৬ বলের ব্যবধানে সাজঘরের ফেরেন এই দুই ব্যাটার। দলীয় সর্বোচ্চ ৬০ রান করেন লাবুশেন, স্মিথ কতেন ৩৮। এরপর মিচেল মার্শের ব্যাটে চড়ে লিডের আশা দেখছিল অজিরা। তবে সেই চোখে সরষে ফুল দেখাল জামিল। দলীয় ২৯৩ রানের মাথায় মার্শের উইকেটসহ পরপর দুই ওভারে অজিদের শেষ চার ব্যাটারকে সাজঘরের রাস্তা মাপান এই ডানহাতি পেসার। শেষ ১০ রান যোগেই অজিরা হারায় ৫ উইকেট।