রোহিতের রেকর্ড গুঁড়িয়ে ওয়াসিমের ১০১ ছক্কা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা! এই রেকর্ডটাকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন রোহিত শর্মা।  ২০১৭ সালে ৬৫, ২০১৮ সালে ৭৪, ২০১৯ সালে ৭৮ ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন। ২০২৩ সালে এসে নিজের কীর্তি নিজেই ভেঙে হাঁকান ৮০ ছক্কা। তবে এবার আর রেকর্ড গড়া হলো না তার, শেষ হলো তার ছক্কার রাজত্ব। আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম বাধ সেধেছেন রোহিতের রেকর্ডযাত্রায়।

২০২৩ সালের শেষদিনে আফগানিস্তানের বিপক্ষে প্রথম এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন ওয়াসিম। ৯৮ ছক্কা নিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নেমেছিলেন ওয়াসিম। আফগানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওপেন করতে নেমে ৫৩ রানের ইনিংস খেলেন ওয়াসিম। চারটি চারের সঙ্গে তিনটি ছক্কায় ইনিংস সাজান তিনি।

বিজ্ঞাপন

ম্যাচে নুর আহমেদের করা পাওয়ার প্লে’র শেষ ওভারে মিডউইকেটের উপর দিয়ে বল সীমানার ওপারে পাঠিয়ে ১০০ ছক্কার কীর্তি গড়েন ওয়াসিম। এরপর আরও একটি ছক্কা হাঁকিয়ে ২০২৩ সালে নিজের ছক্কার সংখ্যাকে নিয়ে যান ১০১-এ।

এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা

মুহাম্মদ ওয়াসিম ১০১ (২০২৩)

রোহিত শর্মা ৮০ (২০২৩)

রোহিত শর্মা ৭৮ (২০১৯)

রোহিত শর্মা ৭৪ (২০১৮)

সূর্যকুমার যাদব ৭৪ (২০২২)