দিনের দ্বিতীয় ওভারেই ফিরলেন শান্ত

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট টেস্টে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখানে ‘ক্যাপ্টেন্স নক’ খেলে দলকে ভালো অবস্থানে নিয়ে যান নাজমূল হোসেন শান্ত। গড়েন রেকর্ডও। ক্যাপ্টেন্সির অভিষেক ম্যাচে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তুলে নেন শতক। 

তবে চতুর্থ দিনের শুরুটা সুখকর হলো না এই বাঁহাতি ব্যাটারের। দিনের অষ্টম বলে কিউই অধিনায়কের বলে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। সাজঘরের ফেরার আগে ১৯৮ বলে ১০ চারের মারে ১০৫ রান করেন শান্ত।

বিজ্ঞাপন

৩ উইকেটে ২১২ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। তবে সেখানে কেবল দুই রান যোগেই উইকেট হারাল তারা। দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেটে পিছনে ক্যাচ দেন শান্ত। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৩ ওভার শেষ ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলেছে বাংলাদেশ। ফিফটি তুলে নিয়ে ৫৫ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম।