ভিসা জটিলতা কাটিয়ে দুবাইয়ের ফ্লাইট ধরলেন তাসকিন-বিজয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ

এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ

এশিয়া কাপে অংশ নিতে সাকিব আল হাসানের দল পৌঁছে গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। টিম হোটেলে উঠে ইতিমধ্যে জিম শুরু করেছে ক্রিকেটাররা। সেই ভিডিও ফেসবুকে দিয়েছে বোর্ড। 

তবে ভিসা জটিলতার কারণে গতকাল সতীর্থদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত যেতে পারেননি ওপেনার এনামুল হক বিজয় ও পেসার তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

অবশেষে আজ কেটেছে তাসকিন-বিজয়ের ভিসা জটিলতা।সমস্যা কাটতেই সন্ধ্যার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছেন দুজনে।

আমিরাতে কয়েকদিন ক্যাম্প করবে মুশফিক-রিয়াদরা। ৩০ আগস্ট এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে মোকাবেলা করবে টাইগাররা। ১ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বাংলাদেশ দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ,  এবাদত হোসেন, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ।