আমি সর্বকালের সেরা অফ স্পিনার: গেইল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্রিস গেইল

ক্রিস গেইল

আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ২৬০ উইকেটের মালিক ক্রিস গেইল। আর ঘরোয়া টি-টোয়েন্টিতে তার উইকেট ৮৩টি। উইকেটের ভান্ডার খুব বেশি সমৃদ্ধ নয় তার।

তা না হলেও গেইলের দাবি, সর্বকালের সেরা অফ স্পিনার তিনি নিজেই। মূলত মজার ছলেই এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত এ হার্ডহিটার ব্যাটসম্যান!

বিজ্ঞাপন

শ্রীলঙ্কান কিংবদন্তি অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন বা নিজের ক্যারিবিয়ান সতীর্থ সুনীল নারিনকেও পেছনে রেখেছেন গেইল। যদিও এটা তার হাসি ঠাট্টার কথা। 

ক্রিকেটের নতুন সংস্করণ ‘সিক্সটিতে’ খেলবেন এ ক্রিকেট সুপারস্টার। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শুরু হতে যাওয়া ৬০ বলের এই আসরে খেলতে নামার আগে গেইল বলেন, ‘আমার বোলিং খুবই সহজাত। অবশ্যই আমাকে বোলিং করতে হবে। আমি সর্বকালের সেরা অফ স্পিনার। মুরালিও আমার সঙ্গে লড়াইয়ে নেই। আমার ইকোনমি রেট সেরা, সুনীল নারিনও এর ধারে কাছেও আসতে পারবে না।’