সাকিবের ভাবনায় কেবল বিশ্বকাপ, এশিয়া কাপ নয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

টি-টোয়েন্টিতে টাইগারদের সময় এখন ভালো যাচ্ছে না। পারফরম্যান্সটা কিছুতেই যেন ভালো হচ্ছে না। কিন্তু দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। এত অল্প সময়ে মহাদেশীয় এ ক্রিকেট আসরে কিছুতেই সাফল্য ছিনিয়ে আনা সম্ভব নয়। বাস্তবতা মেনে নিয়ে কথাটা অকপটে স্বীকার করে নিলেন সাকিব আল হাসান। তাই ক্যাপ্টেনের লক্ষ্য এশিয়া কাপ নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা।

রাজধানীতে একটি অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন ভালো কিছু করতে পারি, তার প্রস্তুতি হিসেবেই এসব। যদি মনে করি, একদিন-দুইদিনে কিছু বদলে দিতে পারব অথবা অন্য কেউ এসে বদলে দেবে; তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। বাস্তবসম্মত চিন্তা আপনি করেন, আশা করি বিশ্বকাপের তিন মাস সময় আছে, একটা উন্নতি যদি দেখেন, ওটাই আসলে আমাদের উন্নতি।’

বিজ্ঞাপন

সাফল্য ছিনিয়ে নেয়ার জন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই আর্জি জানিয়েছেন সাকিব, ‘এই টি-টোয়েন্টি এশিয়া কাপে কতটুকু (সাফল্য) আসবে বলা মুশকিল, স্বল্প সময়। আমি যেটা বললাম, সবার দায়িত্ব আছে; কোচিং স্টাফ, বিসিবি, মানুষ, আপনারা সবাই যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় একটা নতুন পথযাত্রা শুরু হবে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন পিছিয়ে রয়েছে। দাই দলকে নিয়ে ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ হাঁটতে চান কাপ্তান সাকিব, ‘যেখানে ২০০৬ সালে বোধহয় প্রথম খেলেছি। এরপর থেকে এ ফরম্যাটে খুব একটা ভালো কিছু নেই,  শুধু একবার এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাদ দিয়ে। অনেক পিছিয়ে আছি। নতুন করে শুরু করা ছাড়া উপায় নেই। একটা বাচ্চা যখন হাঁটা শুরু করে তখন তার প্রথম ধাপগুলো অনেক কঠিন হয়, পরে ধীরে ধীরে সহজ হয়ে আসে। আশা করি, আমরা বাচ্চার মতো স্টেপ বাই স্টেপ হাঁটা শুরু করতে পারব। আস্তে আস্তে আমরা এগোতে পারব।’