টাইগারদের পাওয়ার হিটিং কোচের দায়িত্ব সিডন্সের কাঁধেই
বাংলাদেশের পাওয়ার হিটারের অভাবটা অনেক দিনের পুরনো। এ কারণেই টি-টোয়েন্টিতে ভালো করতে পারছেন না টাইগাররা। কুড়ি ওভারের ক্রিকেটে ভালো করতে ব্যাটসম্যানদের পাওয়ার হিটিংয়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে বিসিবি।
আর এজন্য দরকার একজন পাওয়ার হিটিং কোচ। তবে নতুন করে কোচ নিয়োগ দিচ্ছে না বোর্ড। আগ্রহী বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাঁধেই পাওয়ার হিটিংয়ের বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমকে পাপন বলেন, ‘এখানে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নাই। ১৩০-১৪০ করে হয়তো একটা জিতে যাবো একদিন, কিন্তু এটা আমাদের হতে পারে না। আমাদের ১৮০-৯০, ২০০ করতে হবে। এটা মাথায় রেখেই আমাদের খেলতে হবে। আমাদের যে প্ল্যান এখন চলছে এমন কোনো লক্ষণ দেখছি না। খেলার মধ্যেও দেখি না। সেজন্য কী করা যায় এটা নিয়ে আলাপ করছিলাম। তখন জেমি এসে বলল ও নাকি এটাতে খুব আগ্রহী।’
সঙ্গে যোগ করেন পাপন, ‘কদিন আগে জিমি (সিডন্স) আমার বাসায় এসেছিলেন। কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই টি-টোয়েন্টির ভাবনাটা পরিবর্তন করতে হবে। আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তখন জিমি বলল ওর নাকি এটাতে বিশেষত্ব আছে। আমরা দেখছি এই এশিয়া কাপটা না, আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তী বিশ্বকাপ। কারণ, ওইটা আরও চ্যালেঞ্জিং। কারণ, ওইটা অস্ট্রেলিয়ায়। ওসব জায়গায় তো আমরা স্ট্রাগল করি। সেসব কথা মাথায় রেখে আমরা কাজ করছি।’
এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে ছন্দ ফিরতে চায় লাল-সবুজের প্রতিনিধিদের। এ জন্য পুরো দলের মানসিকতা, চিন্তাধারা বদলানোর পরিকল্পনা করেছে। এ নিয়ে পাপন বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা শক্তিশালী দল নই। কী করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই এশিয়া কাপে পুরো মানসিকতা, চিন্তাধারা সব কিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি। দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।’
বোর্ড প্রধান পাপন জানালেন, ক্যাপ্টেন সাকিবের মধ্যে আত্মবিশ্বাস খোঁজ পেয়েছেন তিনি, যা বিশ্বসেরা এ অলরাউন্ডারকে আত্মবিশ্বাসী করেছে, ‘একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সবসময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকাটা জরুরি, মানে জিততে পারব।’