সিরিজ হারের জন্য দুর্ভাগ্যকে দায়ী করছেন বিজয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এনামুল হক বিজয়

এনামুল হক বিজয়

শক্তি, সামর্থ্য, পরিসংখ্যান, র‍্যাঙ্কিং ও মাঠের লড়াই সবদিক থেকে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু তারপরও জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ব্যাট-বল হাতে সমানে মান লড়াই করেও লাভ হয়নি। সঙ্গী হয়েছে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে একটি করে সান্ত্বনার জয়। আফ্রিকান দলটির কাছে দুই সিরিজ হারকে ‘দুর্ভাগ্য’ হিসেবেই দেখছেন এনামুল হক বিজয়।

বিজ্ঞাপন

আজ শুক্রবার জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছেন টাইগাররা। শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকে বিজয় বলেন, ‘দুই বছরে ধরে ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিকভাবে আমরা খুব ভালো খেলছি। এটা (জিম্বাবুয়েতে হার) দুর্ভাগ্যবশত হয়ে গেছে। বাংলাদেশ দল কিন্তু ওয়ানডেতে অনেক ভালো। আমরা বিশ্বাস করি- প্রক্রিয়া ঠিক রেখে সেরাটা দিয়ে খেললে যেকোনো দলের বিপক্ষে জেতা সম্ভব।’

জিম্বাবুয়ে সফরে নিজেদের সেরাটা উজাড় করে দিতে না পারার আক্ষেপও ঝরল বিজয়ের কণ্ঠে, ‘প্রথম ম্যাচ হারার পর অবশ্যই অবাক হয়েছি। জিম্বাবুয়ের মাটিতে যেমন পারফরম্যান্সের প্রত্যাশা ছিল সে অনুযায়ী পারফর্ম করতে পারিনি। এটা অবশ্যই খারাপ লাগার বিষয় ছিল। দ্বিতীয় ম্যাচে যখন দেখলাম একইভাবে ওরা এগোচ্ছে, আমরা নার্ভাস ছিলাম। এটা শুধুই এমন একটা সিরিজ যেখানে নিজেদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।’

বাংলাদেশের বিপক্ষে টানা ১৯ ম্যাচ পর জিতেছে জিম্বাবুয়ে। ৯ বছর স্বাগতিকরা পেয়েছে সিরিজ জয়ের স্বাদ। দলের ঘাটতি সফরে পিছিয়ে দিয়েছে টাইগারদের। দলের ঘাটতির ব্যাপারটা অকপটে স্বীকার করে নিলেন বিজয়, ‘জিম্বাবুয়ের মাঠে তাদের বিপক্ষে জেতাটা আসলে সহজ ছিল না। এটা সত্যি ওরা ভালো ক্রিকেট খেলেছে। আমাদেরও ঘাটতি ছিল। দুটা মিলিয়েই আমরা হেরে গেছি। অনেকদিন পর যেহেতু দলে এসেছি, চেষ্টা করেছি নিজের শতভাগ দেওয়ার। যতটুকু পেরেছি চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার চেষ্টা করব।'