রাতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন নাঈম-এবাদত
ইনজুরির জন্য মাঠের লড়াই থেকে ছিটকে নুরুল হাসান সোহান ও লিটন দাস। এই দুই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও এবাদত হোসেন চৌধুরী।
আজ রাতেই জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন নাঈম ও এবাদত। আগামীকাল রোববার দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়়ানোর আগেই দলের সঙ্গে তাদের যোগ দেয়ার কথা। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাদের খেলার সম্ভাবনা কম। তবে এই সিরিজেই হতে পারে এবাদতের ওয়ানডে অভিষেক।
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়া সোহান আঙুলে চোট পান কুড়ি ওভারের দ্বিতীয় ম্যাচে। এতে টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে ওয়ানডে সিরিজও শেষ হয়ে যায় তার।
পেশির টান নিয়ে এখন মাঠের বাইরে লিটন। এশিয়া কাপে তার খেলা নিয়ে দিয়েছে অনিশ্চয়তা। ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে করে মাঠ লিটন। রান নেয়ার সময় পেশিতে টান লাগায় মাঠে বসে পড়েন তিনি। মাঠ ছাড়ার আগে লিটন ৮৯ বল খেলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৮১ রান যোগ করেন দলীয় স্কোরে।