ফের ফিল্ডিংয়ে টাইগাররা, ইমনের অভিষেক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ

তৃতীয় ম্যাচেও টস ভাগ্য কথা বলেনি বাংলাদেশের হয়ে। ফের টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে জিম্বাবুয়ে। যে কারণে শুরুতে বল হাতে মাঠে নামছে টাইগাররা।

বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। মুনিম শাহরিয়ারের বদলে অভিষেক হচ্ছে পারভেজ হোসেন ইমন। নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের একাদশেও তিনটি পরিবর্তন এসেছে। ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নাগারভা এবং তানাকা চিভাঙ্গার জায়গায় একাদশে এসেছেন জন মাসারা, ভিক্টর নিয়াউচি ও ব্র্যাড ইভান্স।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দুদল। আজ যারা জিতবে সিরিজ ট্রফি তারাই জিতবে। 

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: লিটন দাস, পারভেজ হোসেন, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আফিফ হোসেন, মাহাদী হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, জন মাসারা, ভিক্টর নিয়াউচি ও ব্র্যাড ইভান্স।