দলে ফিরলেন মাহমুদউল্লাহ, তবে নেতৃত্বে মোসাদ্দেক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোসাদ্দেক হোসেন

মোসাদ্দেক হোসেন

চোটের জন্য নুরুল হাসান সোহানের জিম্বাবুয়ে সফর শেষ। শেষ টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে সিরিজেও খেলতে পারছেন না নতুন এ অধিনায়ক। তার অনুপস্থিতিতে কুড়ি ওভারের দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে দলের অংশ হিসেবে মাহমুদউল্লাহ আগে থেকেই জিম্বাবুয়েতে রয়েছেন।

তবে নেতৃত্ব পাচ্ছেন না তিনি। সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনাল তথা শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের অধিনায়কত্বের দায়িত্ব থাকবে মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধে।

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ বিশ্রাম পাওয়ায় জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় সোহানকে। তবে তার সহ-অধিনায়কের ছিল খালি। সেই পদে বসলেন মোসাদ্দেক। পেলেন নেতৃত্ব। অবশ্য প্রথম দুই ম্যাচে নেতৃত্বের দায়িত্ব সামলান সোহান।

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনো নেতৃত্ব দেননি মোসাদ্দেক। আগামীকাল মঙ্গলবার হারারেতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের নবম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে টস করতে নামবেন ঘরোয়া ক্রিকেটে দীর্ঘসময় নেতৃত্ব দেয়া মোসাদ্দেক।

বিজ্ঞাপন

আঙুলের চোট নিয়ে তিন সপ্তাহের জন্য দর্শক বনে যাওয়া সোহান আজ সোমবার হারারে থেকে দেশে ফিরবেন। ঢাকায় এসে চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন।