ইনজুরিতে মাঝ পথেই শেষ সোহানের জিম্বাবুয়ে সফর
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় আঙুলে চোট পেয়েছেন নুরুল হাসান সোহান। ফিট হয়ে মাঠে ফিরতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।
ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের সঙ্গে পুরো ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়লেন তিনি।
রোববার রাতে জিম্বাবুয়ে সফরের মাঝ পথে সোহানের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোহানের চোট নিয়ে বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, ‘আমরা সোহানের আঙুলে একটি এক্স-রে করেছিলাম যাতে তর্জনীতে চির ধরা পড়ে। এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। তাই তিনি আগামী মঙ্গলবারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ এবং আসন্ন ওয়ানডে সিরিজের বাইরে থাকবেন।'
রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইকেটকিপিংয়ের সময় চোট পান সোহান। হারারে স্পোর্টস ক্লাবে পেসার হাসান মাহমুদের ছোঁড়া বল গ্লাভসবন্দি করতে গিয়ে বাম তর্জনীতে আঘাত পান সোহান। তাতে চির ধরা পড়ে।