১৩৫ রানে আটকে গেল জিম্বাবুয়ে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোসাদ্দেক হোসেনের উইকেট উদযাপন

মোসাদ্দেক হোসেনের উইকেট উদযাপন

মোসাদ্দেক হোসেনের দুরন্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৩৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের দরকার ১৩৬ রান। লক্ষ্যটা আরও ছোটো হতে পারতো। কিন্তু মোসাদ্দেকের আগুনে বোলিংয়ের পর ব্যাটিংয়ে ঝলক দেখান সিকান্দার রাজা। আদায় করে নেন ফিফটি। তাতেই বেড়েছে স্বাগতিকদের পুঁজি।

বল হাতে শুরুতেই জ্বলে উঠেন মোসাদ্দেক হোসেন। উপহার দেন ক্যারিয়ারসেরা বোলিং পারফরম্যান্স। ইনিংস উদ্বোধন করে প্রথম বলেই শিকার করেন উইকেট। ওভারের শেষ বলেও পান উইকেট। পরে আর তিনটি উইকেট নেন তিনি । এ নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন মোসাদ্দেক।

বিজ্ঞাপন

মোসাদ্দেকের স্পিন বিষে ৩১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল জিম্বাবুয়ে। পরে বিপর্যয় এড়িয়ে দলের হাল ধরেন সিকান্দার রাজা। ৫৩ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬২ রানের দারুণ এক ইনিংস তিনি।

৩২ রান আসে রায়ান বার্লের ব্যাট থেকে। ১১ আসে লুক জংওয়ের ব্যাট থেকে। বাকি ব্যাটসম্যানরা থেকে যান সিঙ্গেল ডিজিটে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৫।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে ২০ রান দিয়ে পাঁচ উইকেট একাই নেন মোসাদ্দেক হোসেন। একটি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

হারারে স্পোর্টস ক্লাবে প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য কথা বলেনি বাংলাদেশের হয়ে। ফের টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে জিম্বাবুয়ে। যে কারণে শুরুতে বল হাতে মাঠে নামে টাইগাররা।