মুশফিকের মাথায় ওয়ানডে বর্ষসেরা একাদশের টুপি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

গত বছরটা স্বপ্নের মতো কেটেছে মুশফিকুর রহিমের। দুরন্ত পারফরম্যান্সের গল্প লিখে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছিলেন মুশি।

আইসিসি'র ঘোষণার ৬ মাস পর মুশফিক পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতি। সংস্থাটি বিশেষ এক টুপি উপহার দিয়েছে তাকে। 

বিজ্ঞাপন

গত বছর বাংলাদেশের হয়ে ৯টি ওয়ানডে খেলে একটি সেঞ্চুরিসহ মুশফিক করেছেন ৪০৭ রান। তার গড় ছিল বেশ লোভনীয়, ৫৮.১৪। এতেই বর্ষসেরা দলে ঢুকে যান যান তারকা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

আইসিসি'র দেয়া টুপি পরা একটি ছবি প্রকাশ করে সাবেক এ টাইগার ক্যাপ্টেন লিখছেন, ‘আলহামদুলিল্লাহ।’ নীলরঙা বিশেষ সেই টুপিতে আইসিসির লোগো ছাড়াও লেখা ছিল আইসিসি ওয়ানডে ইন্টারন্যাশনাল টিম অফ দ্য ইয়ার।

বিজ্ঞাপন

শুধু মুশফিক নন, বাংলাদেশ দলের আরও দুই ক্রিকেটার সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানও জায়গা পেয়েছিলেন ওয়ানডের বর্ষসেরা দলে।