তামিম যাচ্ছেন ইংল্যান্ডে, বাকি ক্রিকেটাররা ফিরছেন দেশে
ওয়ানডে সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেছে টাইগাররা। এবার তাহলে ঘরে ফেরার পালা। তবে ক্রিকেটাররা সবাই এক সঙ্গে দেশে ফিরতে পারছেন না। দুই ধাপে ভাগ হয়ে ঢাকায় পা রাখবে ফিরবে প্রতিনিধিরা।
দুই কিস্তিতে আগামী ২০ ও ২১ জুলাই দেশে ফিরবেন ক্রিকেটাররা। দুটি বহরই ঢাকায় পৌঁছাবে বিকেল পাঁচটায়। তবে দলের অন্য সতীর্থদের সঙ্গে এখনই ঢাকায় আসছেন না ক্যাপ্টেন তামিম ইকবাল।
টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন থেকে যাচ্ছেন। তার গন্তব্য এখন ইংল্যান্ড। তামিম ইংল্যান্ডে কয়েকদিন ছুটি কাটিয়ে তবেই দেশে ফিরবেন।
তবে তামিম বাদে সব ক্রিকেটার এক সঙ্গে ফিরতে পারছেন না টিকিট সংক্রান্ত জটিলতার কারণে। বিদেশি কোচরাও ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি নিজ নিজ দেশে যাবেন ছুটি কাটাতে। হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড পাড়ি জমাবেন দক্ষিণ আফ্রিকায়। ব্যাটিং কোচ জেমি সিডন্স যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ যাবেন শ্রীলঙ্কায়।
দেশে ফিরে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না বললেই চলে। আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দিবেন বাংলাদেশের দামাল ছেলেরা। দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি জিম্বাবুয়েতে খেলোয়াড়দের সঙ্গে যোগ দেবেন ডমিঙ্গো ও ডোনাল্ড।
সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু হবে ৩০ জুলাই।