বিপিএলের আগামী তিন আসরই হবে জানুয়ারিতে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিপিএল

বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী ৩ আসরের সূচি চূড়ান্ত করেছে বিসিবি।

খবরটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে সেটা নির্ধারণ হয়েছে। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৩ বছরের জন্য দল দেব।’

বিজ্ঞাপন

বিপিএলের নবম, দশম ও একাদশ আসর মাঠে গড়াবে আগামী ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের জানুয়ারিতে। আসরগুলো বসবে ৪০-৪২ দিনের জন্য। 

২০২৩ সালের ৫ জানুয়ারি-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত হবে নবম আসর। ২০২৪ সালের ৬ জানুয়ারি-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে দশম আসর। আর বিপিএলের দশম আসর হবে ২০২৫ সালের ১ জানুয়ারি-১১ ফেব্রুয়ারি পর্যন্ত। তিনটি আসরেই প্রতিদ্বন্দ্বিতা করবে ৭টি করে দল।

বিজ্ঞাপন

বিপিএলের আগামী তিন আসরের দিনক্ষণ এখন চূড়ান্ত। এবার ফ্রাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেবে বিসিবি। এ নিয়ে পাপন বলেন, ‘এখন যেহেতু তারিখ হয়ে গেছে, এখন এক সপ্তাহের মধ্যে বাকিটা নির্ধারিত হয়ে যাবে। সব যে আগের মতো থাকবে তা না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয়গুলো পরিস্কার করেই বিজ্ঞাপন দেব। টার্মস ও কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’