ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগার ক্রিকেটাররা

টাইগার ক্রিকেটাররা

প্রথমে বল হাতে দাপট দেখান তাইজুল ইসলাম। পরে ব্যাট হাতে ঝলক দেখান লিটন দাস। দুজনের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। ৯ বল হাতে রেখে পাওয়া এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল টাইগাররা।

লিটন দাস ৬৫ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৫০ রানের দুরন্ত এক ইনিংস। তার আগে তামিম ইকবাল এনে দেন ৩৪ রান। ২৬ রান যোগ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষে দলকে জয়ের বন্দরে পৌঁছে তবেই মাঠ ছাড়েন নুরুল হাসান সোহান (৩২) ও মেহেদী হাসান মিরাজ (১৬)। ৪৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে লক্ষ্য ছুঁয়ে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

ক্যারিবিয়ানদের হয়ে চারটি উইকেট নেন গুদাকেশ মোতি। তার সঙ্গে একটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও নিকোলাস পুরান।

ক্যারিয়ার সেরা বোলিং করলেন তাইজুল ইসলাম। বিধ্বংসী বোলিংয়ে ওয়ানডেতে প্রথমবারের মতো শিকার করলেন পাঁচ উইকেট। তাতে সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন নিকোলাস পুরান। 

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৮ রান। ফলে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ১৭৯ রান।

পুরান ১০৯ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৭৩ রানের দারুণ এক ইনিংস। কেসি কার্টি ফেরেন ৩৩ রান নিয়ে। ১৮ রান যোগ করেন রভম্যান পাওয়েল। ১৯ রান আসে রোমারিও শেফার্ডের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ম্যাচসেরা তাইজুল একাই শিকার করেছেন ৫ উইকেট। দুটি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। বাকি উইকেটটি পান মোসাদ্দেক হোসেন।

তার আগে প্রথম দুই ওয়ানডের মতো তৃতীয় ম্যাচেও টস ভাগ্য সহায় হয় বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং বেছে নেন ক্যাপ্টেন তামিম ইকবাল।

টাইগারদের একাদশে একটি পরিবর্তন আসে। দল থেকে ছিটকে যান শরিফুল ইসলাম। তার বদলে দলে জায়গা করে নেন তাইজুল ইসলাম। ২৮ মাস পর একদিনের ক্রিকেটে ফিরে আগুনে বোলিং পারফরম্যান্স উপহার দিলেন তারকা এ ওপেনার।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের একাদশেও একটি বদল আসে। মাঠের লড়াই থেকে ছিটকে পড়েন কাইল মেয়ার্স। তার পরিবর্তে একাদশে ঢুকেন কেসি কার্টি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (ক্যাপ্টেন/উইকেটরক্ষক), শাই হোপ, রোভম্যান পাওয়েল, শেমার ব্রুকস, ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মতি, আলজারি জোসেফ ও আকিল হোসেন।