টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা, শরিফুলের বদলি তাইজুল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লড়াই

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লড়াই

প্রথম দুই ওয়ানডের মতো তৃতীয় ম্যাচেও টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ক্যাপ্টেন তামিম ইকবাল।

টাইগারদের একাদশে একটি পরিবর্তন এসেছে। দল থেকে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। তার বদলে দলে জায়গা করে নিয়েছেন তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের একাদশেও একটি বদল এসেছে। মাঠের লড়াইয়ে নেই কাইল মেয়ার্স। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন কিয়েসি কার্টি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (ক্যাপ্টেন/উইকেটরক্ষক), শাই হোপ, রোভম্যান পাওয়েল, শেমার ব্রুকস, ব্র্যান্ডন কিং, কিয়েসি কার্টি, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মতি, আলজারি জোসেফ ও আকিল হোসেন।