আজ ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার মিশন টাইগারদের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সতীর্থদের সঙ্গে নাসুম আহমেদের উইকেট উদযাপন

সতীর্থদের সঙ্গে নাসুম আহমেদের উইকেট উদযাপন

ক্যারিবিয়ানদের ধরাশায়ী করে প্রথম দূই ওয়ানডে দাপটের সঙ্গেই জিতে নিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে অতিথিরা। 

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দুদলের লড়াই। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে এ ম্যাচ জিতেই উইন্ডিজ শিবিরকে হোয়াইটওয়াশ করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। 

বিজ্ঞাপন

টানা দুই ওয়ানডেতে হেরে হতাশ হয়ে পড়েছে মেন ইন মেরুন। আজ তারা যে করেই হোক জিততে চায়। সান্ত্বনার জয়ে ফিরতে চায় তারা সাফল্যের ধারায়। 

প্রথম ম্যাচ তামিম বাহিনী জিতেছে ৬ উইকেটে। পরের ম্যাচ ৯ উইকেটে ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে দিয়ে ছিনিয়ে নিয়েছে সিরিজ ট্রফি। আজ এমনই দুর্বার এক জয়ের খোঁজে মাঠে নামবে নাসুম-মিরাজরা।

বিজ্ঞাপন