ডোপ টেস্টে পজিটিভ শহীদুল ১০ মাস নিষিদ্ধ
ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েছেন পেসার শহীদুল ইসলাম। এ অপরাধে ১০ মাসের জন্য সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের এ ক্রিকেটার।
নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বা ঘরোয়া, কোনো ধরণেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে পারবেন না ডানহাতি এ পেসার।
আজ বৃহস্পতিবার শহীদুলের আইসিসি অ্যান্টি-ডোপিং কোড লঙ্ঘনের খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
গত ৪ মার্চ পরীক্ষার জন্য মূত্র নমুনা দেন শহীদুল। তাতে ‘ক্লোমিফেন’ নামক উপাদান মিলেছে। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) এটি নিষিদ্ধ তালিকায় রয়েছে।
আইসিসি অবশ্য এতে শহিদুলে বড় দোষ বা অবহেলা দেখছে না। এই উপাদানটা সেবন করেন অসাবধানতাবশত; একটি ওষুধের মাধ্যমে। চিকিৎসার জন্য চিকিৎসকের বৈধ ব্যবস্থাপত্র মেনে ঔষুধটি তিনি নিয়েছিলেন।
পারফরম্যান্স-বর্ধক হিসেবে ঔষধটি সেবন করেননি শহিদুল। আইসিসি তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ডোপ-বিরোধী বিধি মানতে ব্যর্থ হয়েছেন। একারণেই শাস্তি পেয়েছেন তিনি।