সিরিজ জিততে টাইগারদের দরকার ১০৯

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাসুম আহমেদের উইকেট উদযাপন

নাসুম আহমেদের উইকেট উদযাপন

দাপুটে বোলিং করেছেন টাইগাররা। বল হাতে জ্বলে উঠেছেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। তাদের দুজনের দুরন্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১০৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডের সঙ্গে সিরিজ জিততে ১০৯ রান দরকার টাইগারদের।

নাসুম তুলে নেন শামারহ ব্রুকস (৫), উদ্বোধনী ব্যাটসম্যান শাই হোপ (১৮) ও ক্যাপ্টেন নিকোলাস পুরানের (০) মূল্যবান উইকেট। রভম্যান পাওয়েলের ব্যাট থেকে আসে ১৩ রান। তার আগে কাইল মেয়ার্স করেন ১৭ রান। ব্র্যান্ডন কিং দলীয় স্কোরে যোগ করেন ১১ রান। ২৫ রানে অপরাজিত থেকে যান কিমো পল। 

বিজ্ঞাপন

লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে মেহেদী হাসান মিরাজ নেন চার উইকেট। তিনটি উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ। তার সঙ্গে একটি করে উইকেট গেছে মোসাদ্দেক হোসেন ও শরিফুল ইসলামের পকেটে।