এশিয়া কাপ-বিশ্বকাপের মাঝে সিপিএলে খেলবেন সাকিব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

আইপিএলের গত আসরে খেলেননি সাকিব আল হাসান। শুধু আইপিএল নয়, খেলা হয়নি দেশের বাইরের অন্য কোনো টি-টোয়েন্টি লিগে। 

মানে বিদেশি ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট আসরে অনেক দিন ধরেই খেলছেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার। তবে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ এসে গেছে তার সামনে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তার নতুন দল।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে সিপিএলে খেলতে যাবেন বাঁহাতি এ ক্রিকেট সুপারস্টার।

সিপিএলে খেলার জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্রও পেয়ে গেছেন সাকিব। খবরটি নিশ্চিত করেছেন বিসিবি'র ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বিজ্ঞাপন

আগামী ৩১ আগস্ট পর্দা উঠবে এই ক্যারিবিয়ান ফ্র‍্যাঞ্চাইজি লিগের। তবে সিপিএলের শুরু থেকে খেলতে পারবেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার। 

তার আগে ২৭ আগস্ট মাঠে গড়়াবে এশিয়া কাপ। শেষ হবে ১১ সেপ্টেম্বর। মহাদেশীয় এই টুর্নামেন্ট শেষ করে তবেই সিপিএলে খেলতে যাবেন সাকিব। ।

সিপিএল শেষ হবে ১ অক্টোবর। তবে বিশ্রাম পাবেন না সাকিব। কেননা পরপরই পাকিস্তানকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। টুর্নামেন্টটি শুরু হবে ৭ অক্টোবর। ত্রিদেশীয় এই সিরিজের ফাইনাল হবে ১৪ অক্টোবর।

এরপর ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে টি-টোয়েন্টি ক্রিকেটের আসন্ন বৈশ্বিক আসরের।