টস জিতে বোলিংয়ে টাইগাররা, নাসুমের অভিষেক
প্রথম ওয়ানডেতেই টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ক্যাপ্টেন তামিম ইকবাল।
বৃষ্টির কারণে টস পর্বটা পিছিয়ে যায়। খেলা হবে ৪১ ওভারে। বল মাঠে গড়়াবে ৯টা ৪৫ মিনিটে।
এই ম্যাচ দিয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে স্পিনার নাসুম আহমেদের। ক্যারিবিয়ানদের হয়ে অভিষেক হতে যাচ্ছে গুদাকেশ মতির। উইন্ডিজ দলের হয়ে খেলার কথা ছিল কিমো পল। কিন্তু করোনা পজিটিভ হওয়ার কারণে একাদশ থেকে ছিটকে গেছেন তিনি। তার বদলে একাদশে জায়গা করে নিয়েছেন রোমারিও শেফার্ড।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ, নুরুল হাসান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, শামার ব্রুকস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক/অধিনায়ক), রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকেল হোসেইন, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস ও গুদাকেশ মতি।