ঈদের আনন্দে সেরা ভক্তদের খোঁজে সাকিব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যুক্তরাষ্ট্রে উড়ে গেছেন সাকিব আল হাসান। সেখান থেকেই ক্রিকেট অনুরাগীদের ঈদ দিন শুভ কামনা জানিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ফেসবুকে সাকিব লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম সবাইকে! আশা করি আপনাদের সবার ঈদুল আযহা সুন্দর ও নিরাপদে কাটছে!’

বিজ্ঞাপন

ঈদ উপলক্ষে নিজের পাড় ভক্তদের উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন সাকিব। তবে এজন্য প্রিয় সমর্থককে দিতে হবে পরীক্ষা।

নিজের সেরা ভক্তদের খোঁজ করা নিয়ে সাকিব লিখেছেন, ‘আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোন বিষয়গুলো আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করব, কিছু সময় কাটাবো এবং আমার স্বাক্ষরিত কিছু উপহার সামগ্রী তুলে দিব।’

বিজ্ঞাপন

ভক্তদের সঙ্গে দেখা করতে সাকিবের যেন তর সইছে না, ‘শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি! শেষ সময়ঃ ১৭ই জুলাই, বিকাল ৫ টা। ধন্যবাদ! সবাইকে ভালোবাসা - সাকিব।'