ভারতকে হারিয়ে রেকর্ড গড়ল ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রফির সামনে ইংলিশ ক্রিকেটাররা

ট্রফির সামনে ইংলিশ ক্রিকেটাররা

জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ৩৭৮ রান। আপাতত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও সেই অসম্ভবকে সম্ভব করেছে ইংলিশরা। বার্মিংহামে ৭ উইকেটে জিতেছে।

দুরন্ত এ জয়ে রেকর্ডও করেছে ইংল্যান্ড। এত বেশি রান তাড়া করে আগে কোনো টেস্ট জেতেনি স্বাগতিকরা।

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচের সিরিজ ২-২ এ সমতা নিয়ে শেষ করল দুদল। করোনার কারণে সিরিজে পঞ্চম ও শেষ টেস্টটি পিছিয়ে গিয়েছিল। ভারত শুধু সিরিজ আর ম্যাচ হাতছাড়া করেনি। স্লো ওভার রেটের দুই কেটে নিয়েছে আইসিসি। 

জো রুট (১৪২) ও জনি বেয়ারস্টো (১১৪) হার না মানা জোড়া সেঞ্চুরির সুবাদে ৩৭৮ রানের চ্যাম্পিয়নস লক্ষ্যটা ছুঁয়ে ফেলেছে মাত্র ৩ উইকেট হারিয়ে। অ্যালেক্স লিস ৫৬ ও জ্যাক ক্রলি ৪৬ রান যোগ করেন দলীয় স্কোরে। ভারতের হয়ে দুটি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

বিজ্ঞাপন

ভারতের প্রথম ইনিংসের ৪১৬ রানের জবাবে ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল ২৮৪ রানে। দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান তুলে ভারত এগিয়ে যায় ৩৭৭ রানে