কিউই নারী ক্রিকেটাররা পাবেন পুরুষদের সমান ম্যাচ ফি
নতুন চুক্তি পেতে যাচ্ছে নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা। পাঁচ বছরের চুক্তিটা হয়ে গেলে নারী ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি'র বৈষম্য দূর হবে। এতে নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররাও পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন।
আন্তর্জাতিক ওয়ানডেতে নারী ও পুরুষ ক্রিকেটাররা ফি পাবেন ৪ হাজার নিউজিল্যান্ড ডলার। টি-টোয়েন্টিতে ম্যাচ ফি হবে ২৫০০ নিউজিল্যান্ড ডলার। আর ঘরোয়া পর্যায়ে ফর্ড ট্রফি কিংবা হ্যালি বার্টন জনস্টন শিল্ডের ম্যাচে ক্রিকেটারদের পকেটে যাবে ৮০০ নিউজিল্যান্ড ডলার।
সুপার স্ম্যাশে তাদের আয় হবে ৫৭৫ ডলার। টেস্টে ম্যাচ ফি হবে ১০২৫০ ডলার। আর প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে খেলোয়াড়রা পাবে ১৭৫০ ডলার।
এক জন নারী ক্রিকেটার বছরে আয় করতে পারবেন প্রায় ১লাখ ৬৪ হাজার ডলার করে। ঘরোয়া ক্রিকেটে একজন ক্রিকেটারের আয় হবে প্রায় ২০ হাজার ডলার।
এক জন পুরুষ ক্রিকেটার আয় করতে পারবেন সর্বোচ্চ ৫ লাখ ২৪ হাজার ডলার। নারীদের চেয়ে পুরুষদের খেলা বেশি হওয়ার কারণে নারীদের চেয়ে পুরুষের আয় বেশি। যদিও তারা ম্যাচ ফি পাবেন সমান।