শাহীন শাহ আফ্রিদি এখন পুলিশের ডিএসপি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশের সাজে শাহীন শাহ আফ্রিদি

পুলিশের সাজে শাহীন শাহ আফ্রিদি

ক্রিকেট ময়দানে পেস আক্রমণে ঝড় তুলে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা নিজের করে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে পাকিস্তানের এ তারকা পেসার যোগ দিলেন খাইবার পাখতুনখোয়া (কেপি) পুলিশ বিভাগে। 

নাগরিকদের মধ্যে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে, জনমনে নিজেদের আস্থা বাড়াতে শাহীনকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছে কেপি পুলিশ।

বিজ্ঞাপন

কেপি পুলিশের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে পাকিস্তানের এ পেস বোলার উপস্থিত হয়েছিলেন পুলিশের সাজে। সেই অনুষ্ঠানে কেপি আইজি মোয়াজ্জাম জাহ আনসারি কাছ থেকে শাহীন পেয়েছেন সম্মানসূচক ডিএসপি পদ মর্যাদা।

শাহীনের বাবা একজন পুলিশ অফিসার। তার ভাইও কাজ করেন পুলিশে। সে সুবাদে পুলিশের কাজ কত কঠিন, সেটা বেশ ভালোই অনুধাবন করতে পারেন তিনি। আর এবার তো তিনি নিজেই যুক্ত হলেন পুলিশ বাহিনীতে।

বিজ্ঞাপন