সাকিবের অনন্য বিশ্বরেকর্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অনন্য কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান ও কমপক্ষে ১০০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেছেন এ সুপারস্টার।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বপ্রথম এক হাজার রান এবং ১০০ উইকেটের কীর্তিও গড়েছিলেন সাকিবই। রেকর্ডটিকে এবার আরও অনন্য উচ্চতায় নিয়ে গেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। 

বিজ্ঞাপন

ম্যাচে ব্যাট হাতে জ্বলে কেবল সাকিব। পান হার নামা দারুণ ফিফটি। ৫২ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় এ ক্রিকেট মহাতারকা সাজান ৬৮* রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস।

লাল-সবুজের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে প্রথম ২ হাজার রানের ক্লাবে যোগ দেন বর্তমান টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন