বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের ম্যাচ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কাভারে ঢাকা মাঠ

কাভারে ঢাকা মাঠ

বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। টস হেরে শুরুতে ব্যাটিং করল টাইগাররা। কিন্তু ম্যাচে কোনো ফল আসলো না। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ০-০ তে সমতা বিরাজ করছে। 

লড়াইটা সাদা বলে হলেও বাজে ব্যাটিংটা পিছু ছাড়েনি বাংলাদেশকে। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি প্রথমে কমে আসে ১৬ ওভারে। পরে সেটা নেমে আসে ১৩ ওভারে। নির্ধারিত সেই ১৩ ওভার ব্যাটিং করে লাল-সবুজের প্রতিনিধিরা ৮ উইকেটে তুলেছিল মাত্র ১০৫ রান। 

বিজ্ঞাপন

নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ৭৭ রানে অতিথিরা খুইয়ে ফেলে ৭ উইকেট। ব্যাট হাতে সাকিব আল হাসান (২৯) ও নুরুল হাসান সোহান (২৫) যা একটু ঝলক দেখান। ১৬ রান আসে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। বাকিরা থেকে যায় সিঙ্গেল ডিজিটে। 

নিশ্চিত হারই অপেক্ষা করছিল টাইগারদের সামনে। শেষে বৃষ্টি এসে হারের লজ্জা থেকে বাঁচিয়ে দিল সফরকারীদের।

বিজ্ঞাপন

রোমারিও শেফার্ড শিকার করেন তিন উইকেট। দুটি উইকেট নেন হেডেন ওয়ালশ। একটি করে উইকেট পান আকিল হোসেইন, ওবেড ম্যাককয় ও ওডিন স্মিথ।