ব্রডের লজ্জার বিশ্বরেকর্ড, বুমরাহর গর্বের ইতিহাস

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাসপ্রিত বুমরাহ

জাসপ্রিত বুমরাহ

ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে গেছেন। তবু ভারত ভীতিটা এখনো কাটেনি স্টুয়ার্ট ব্রডের। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের কাছে এ ইংলিশ পেসার খেয়েছিলেন ছয় ছক্কার মার।

সেই বাজে অভিজ্ঞতাটা হয়তো ভুলতে পারবেন না কোনো দিন। এবারই মধ্যে এজবাস্টন টেস্টে লজ্জার এক বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন ব্রড। এক ওভারে খরচ করে ফেলেছেন ৩৫ রান (৪+৫+৭+৪+৪+৪+৬+১)। টেস্টে এটি অনাকাঙ্ক্ষিত নতুন এক মাইলফলক। 

বিজ্ঞাপন

ওই ওভারের ২৯ রানই এসেছে ম্যাচে ভারতের আপদকালীন অধিনায়ক যসপ্রীত বুমরাহর ব্যাট থেকে। এতে নতুন ইতিহাস লিখে ফেলেছেন ভারতের এ ব্যাটসম্যানও।

ভারতের ইনিংসের ৮৪তম ওভারে ওভারে ব্রড হজম করেন ৪ টি বাউন্ডারিতে বাউন্ডারি ও ২ টি ছক্কার মার। প্রথম বলেই বাউন্ডারির দেখা পান বুমরাহ। তার বাদেই ওয়াইড বল স্পর্শ করে সীমানাদড়ি। ভারত পায় ৫ রান।

বিজ্ঞাপন

পরের নো বলে বুমরাহ পান ছক্কা। আদায় করলেন তা থেকে। টানা তিন চারের পর ফের ছক্কা হাঁকান। শেষ বলে আসে এক রান।

এক ওভারে সর্বোচ্চ ২৮ রানের আগের রেকর্ডের মালিক ছিলেন যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার জর্জ বেইলি ও দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ।