ক্যারিবিয়ান সফরে ওয়ানডে সিরিজে খেলবেন না সাকিব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। সামনে টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন। তবে ক্যারিবীয় সফরে এ বাঁহাতি অলরাউন্ডার খেলবেন না ওয়ানডে সিরিজে। 

টি-টোয়েন্টি সিরিজে খেলে সাকিব যুক্তরাষ্ট্রে যাবেন। ছুটি কাটাবেন স্ত্রী-সন্তানদের নিয়ে। এ কারণে টেস্ট দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজে থেকে যাচ্ছেন। 

বিজ্ঞাপন

একদিনের সিরিজটি বিশ্বকাপ ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে খেলবে না বাংলাদেশ। এ কারণেই ছুটি চেয়েছেন সাকিব। যদিও তিন সংস্করণেই রয়েছে এ বিশ্বসেরা এ অলরাউন্ডারের নাম।

সাকিবের ছুটি চাওয়া নিয়ে পাপন বলেন, 'সাকিব যাওয়ার আগে বলেছিল টেস্ট খেলবে না, ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে। আমার সাথে বসার পর বলল খেলবে টেস্ট এবং ওকে তো অধিনায়কই করা হলো। শুনেছি জালাল ভাইকে (জালাল ইউনুস, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান) বলেছে, ও ওয়ানডে সিরিজে নাও খেলতে পারে। আগেই বলেছে। যেহেতু এখনো বোর্ডের সাথে কথা বলেনি (আনুষ্ঠানিকভাবে), হয়ত আজ-কালকের মধ্যে জানলে বুঝতে পারব।’ 

বিজ্ঞাপন

পাপন আরো যোগ করেন, ‘এটাকে আনুষ্ঠানিক ধরতেও পারেন। ও (সাকিব) নাকি মৌখিকভাবে জালাল ভাইকে বলেছে, এটা জালাল ভাই বলেছে আমাকে।’

সাকিবের সঙ্গে তামিমের মতো সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের পরখ করে নিতে চায় বিসিবি। এ নিয়ে পাপন বলেন, ‘যেগুলো র‍্যাঙ্কিংয়ের (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে সুপার লিগ অর্থে) অংশ না, এসব সিরিজে সিনিয়র ক্রিকেটাররা ছুটি চাইলে ভালো। আমরাও তখন নতুন ছেলেদের সুযোগ দেওয়ার সুযোগ পাব।’

আগামী শনিবার, ২ জুলাই হবে প্রথম টি-টোয়েন্টি। পরদিন ৩ জুলাই দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচই হবে ডমিনিকায়। ৭ জুলাই গায়ানায় হবে শেষ টি-টোয়েন্টি।

গায়ানায় হবে ওয়ানডে সিরিজ। ১০, ১৩ ও ১৬ জুলাই হবে এক দিনের ম্যাচ তিনটি।