বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ শুরু ৮ অক্টোবর
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজটি হবে নিউজিল্যান্ডের মাটিতে। সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ পাকিস্তান।
তিন পক্ষ সম্মত হওয়ায় অবশেষে সিরিজের সূচি দিয়েছে আয়োজক নিউজিল্যান্ড। সিরিজে খেলা হবে ডাবল হেডার পদ্ধতিতে। মানে প্রথম পর্বে তিন দেশই একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষে থাকা দুই দল ফাইনালে লড়বে শিরোপার জন্য।
৮ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১০ অক্টোবর স্বাগতিক কিউইদের বিপক্ষে লড়াই করবে টাইগাররা। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ১৪ অক্টোবর। ফাইনাল হবে ১৫ অক্টোবর।
সিরিজের সব ম্যাচ হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে ত্রিদেশীয় এই সিরিজ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হয়ে আসছিল।