খালেদের ৫ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ ৪০৮
বল হাতে ঝড় তুলে তাক লাগিয়ে দিয়েছেন খালেদ আহমেদ। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো তরুণ এ পেসার শিকার করলেন পাঁচ উইকেট। কিন্তু তারপরও ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন কাইল মেয়ার্স। হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। তার শতকের ওপর ভর করে রান পাহাড়ে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকরা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে গড়েছে ৪০৮ রানের পুঁজি। এতে উইন্ডিজ লিড পেয়েছে ১৭৪ রানের।
সেন্ট লুসিয়ায় মেয়ার্স খেলেছেন ১৪৬ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস। দাপুটে এ ইনিংসটি সাজান তিনি ২০৮ বলে ১৮ বাউন্ডারি ও ২ ছক্কায়। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে তাকে ফিরিয়ে দিয়েছেন খালেদ আহমেদ।
পরে আর কেউ সেভাবে দাপট দেখাতে পারেননি। ২৯ রান নিয়ে মাঠ ছেড়েছেন জোশুয়া ডি সিলভা। কেমার রোচ অপরাজিত রয়ে গেছেন ১৮ রান নিয়ে।
খালেদ ১০৬ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট। ৯১ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুটি উইকেট নেন শরিফুল ইসলাম। বিনিময়ে দেন তিনি ৭৬ রান।
তার আগে ৫ উইকেটে ৩৪০ রান নিয়ে তৃতীয় তৃতীয় দিনের খেলা শুরু করে মেন ইন মেরুন শিবির। ১২৬ রানে অপরাজিত ছিলেন মেয়ার্স। ২৬ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছিলেন জোশুয়া ডি সিলভা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি টাইগারদের। জোরালো আঘাত হেনেছেন কেমার রোচ। তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। এখনো ১২২ রানে পিছিয়ে টাইগাররা।তিনটি উইকেটই গেছে কেমার রোচের পকেটে।
ক্রিকেট অনুরাগীদের হতাশ করে বিদায় নিয়েছেন তামিম ইকবাল (৪), এনামুল হক বিজয় (৪) ও মাহমুদুল হাসান জয় (১৩)। এখন ব্যাটিং করে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত (১৬) ও লিটন দাস (১৪)।
লিটন দাসের ফিফটিতে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৩৪ রানে।