টাইগাররা থামল ২৩৪ রানে
শুরুতে ব্যাটিংটা হলো দারুণ।তবে চার রানের জন্য ফিফটি মিস করেন তামিম ইকবাল। তার মতো ভুল করেননি লিটন দাস। ব্যাটিংয়ে সাফল্য বলতে এতটুকু। ফলে টাইগারদের প্রথম ইনিংস থামল ২৩৪ রানে।
লিটন দাস ৫৩ রান করেই ক্রিকেটের তিন সংস্করণে ২০২২ সালে প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তামিম ইকবাল ফিরে গেছেন ৪ রানের আক্ষেপ নিয়ে। দেশসেরা এ ওপেনারের ব্যাট থেকে এসেছে ৪৬ রান।
নাজমুল হোসেন শান্ত ২৬, এনামুল হক বিজয় ২৩, শরিফুল ২৬ ও এবাদত হোসেন ২১ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন জেডেন সিলেস ও আলজারি জোসেফ। দুটি করে উইকেট নেন কাইল মেয়ার্স ও অ্যান্ডারসন ফিলিপ।
শেষ দিকে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান সংগ্রহ করেছে ক্যারিবিয়ানরা। ৩২ রান নিয়ে ব্যাটিং করে যাচ্ছেন জন ক্যাম্পবেল। ৩০ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন ক্রেইগ ব্র্যাথওয়েট।