ব্যাটিংয়ে টাইগাররা, মুমিনুল-মুস্তাফিজ আউট, বিজয়-শরিফুল ইন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লড়াই

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট লড়াই

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে শুরুতে ব্যাট হাতে মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ থেকে ছিটকে গেছেন মুমিনুল হক ও মুস্তাফিজুর রহমান। তাদের বদলে দলে ঢুকেছেন ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও তরুণ পেসার শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের একাদশেও এসেছে একটি বদল। গুডাকেশ মটি-কানহাইয়ের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন ফিলিপ অ্যান্ডারসন। এ ম্যাচ দিয়ে তার অভিষেক হচ্ছে টেস্টে।

অ্যান্টিগায় প্রথম টেস্টে বাজে ব্যাটিং পারফরম্যান্সে বড় ব্যবধানে হেরে গেছে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে তাই দ্বিতীয় ও শেষ টেস্ট সিরিজ নির্ধারিত হয়ে দাঁড়িয়েছে। সেন্ট লুসিয়া টেস্ট যারা জিতবে। সিরিজ ট্রফি পাবে তারাই। প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে অবশ্য ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি জয়ের পথটা সহজ করে রেখেছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেগ ব্রাফেট (অধিনায়ক), কাইল মেয়ার্স, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), অ্যান্ডারসন ফিলিপ, জার্মেইন ব্ল্যাকউড, রেমন রেইফার, এনক্রুমাহ বোনার, কেমার রোচ, জন ক্যাম্পবেল, জেডেন সিলেস ও আলজারি জোসেফ।