ব্রাথওয়েটকে সেঞ্চুরি বঞ্চিত করলেন খালেদ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগারদের উইকেট উদযাপন

টাইগারদের উইকেট উদযাপন

ব্যাট হাতে একাই দাপট দেখিয়ে যাচ্ছিলেন ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। দিয়েছিলেন সেঞ্চুরির আভাস। তবে জাদুকরী তিন অঙ্ক ছুঁতে পারেননি। নার্ভাস নাইনটিতে উইন্ডিজ ক্যাপ্টেনকে হতাশ করেন তরুণ পেসার খালেদ আহমেদ। ব্রাথওয়েট অসাধারণ দৃঢ়তায় ২৬৮ বলে ৯ বাউন্ডারিতে খেলেন ৯৪ রানের চমৎকার এক ইনিংস।

ব্রাথওয়েটের দুরন্ত এ ইনিংসের সুবাদে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা লিড নিয়েছে ১০৬ রানের। ৩৩ রান এনে দিয়ে ফিরে গেছেন এনক্রুমাহ বোনার। এখন ব্যাটিং করে যাচ্ছেন জার্মেইন ব্ল্যাকউড (৩৭*) ও কাইল মেয়ার্স (২)

বিজ্ঞাপন

২ উইকেট হারিয়ে ৯৫ রান দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিক উইন্ডিজ। জন ক্যাম্পবেল (২৪) ও রেমন রেইফার (১১) ফিরলেও প্রথম দিন শেষে উইকেটে টিকে যান ক্রেইগ ব্র্যাথওয়েট (৪২*) ও এনক্রুমাহ বোনার (১২)।

এলোমেলো আর ছন্নছাড়া ব্যাটিংয়ের ষোল কলা পূর্ণ করে প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে গেছে টাইগাররা। তবে ফিফটি হাঁকিয়েছেন সাকিব আল হাসান (৫১)।

বিজ্ঞাপন