টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়াসির আলী রাব্বী

ইয়াসির আলী রাব্বী

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ইয়াসির আলী রাব্বী পিঠের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। তার সেই চোট চিন্তায় ফেলল বাংলাদেশকে। কেননা ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির।

ইনজুরি নিয়ে মাঠ থেকে ফেরার পর এমআরআই করানো হয় ইয়াসিরের। রিপোর্টে লুম্বার স্পাইনে চোট ধরা পড়ে। এখন ফিটনেস ফিরে পেতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে তার। ফলে উইন্ডিজ সফরে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না ইয়াসিরের।

বিজ্ঞাপন

মুশফিকুর রহিম এ সফরে নেই। ছুটি নিয়ে যাচ্ছেন হজ পালন করতে। মুশফিক না থাকায় মিডল অর্ডারে তার জায়গায় ইয়াসিরকে ভাবনায় রেখেছিল টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনা থেকে সরে আসতে হচ্ছে বোর্ডকে। 

ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘এই ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহের মতো সময় নেয়। এর ফলে সে টেস্ট সিরিজে খেলতে পারবে না।’

বিজ্ঞাপন

আগামীকাল বৃহস্পতিবার ১৬ জুন থেকে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। খেলা হবে অ্যান্টিগায়। পরে সেন্ট লুসিয়ায় হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।