এবাদতের পর মুস্তাফিজের আগুনে বোলিং, প্রস্তুতি ম্যাচ ড্র
অ্যান্টিগায় বাংলাদেশের তিন দিনের প্রস্তুতি ম্যাচটি অমীমাংসিত থেকে গেছে। ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ড্র মেনে নিয়েছে টাইগাররা। তবে ওয়ার্ম-আপ ম্যাচে নিজেদের প্রস্তুতিটা বেশ বেশ ভালোভাবেই সেরে নিয়েছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেনরা।
ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩১০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তামিম অপরাজিত থেকে যান ১৬২ রানে। ২৮৭ বলে ২১টি চার ও ১টি ছয় ছিল তার এই ইনিংসে। শান্ত সাজঘরে ফিরেছেন ৫৪ রান নিয়ে। নুরুল হাসান সোহানের দলীয় স্কোরে যোগ করেন ৩৫ রান।
পরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ৩৫৯ রান প্রথম ইনিংস ঘোষণা করে উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। ব্যক্তিগত সর্বোচ্চ ৯২ রান করেন ক্যারিবিয়ান ওপেনার জেরেমি সোলোজানো। ৫৯ রান করা ত্যাগনারায়ন চন্দরপল।
টেস্টে এক বছরের বেশি সময় পর ফিরেছেন মুস্তাফিজুর রহমান। লাল বলের ক্রিকেটে ফেরেই আগুন ঝরালেন বাঁহাতি এ পেসার। প্রস্তুতি ম্যাচের শেষ দিনে মাত্র ৬ ওভারেই ৩ উইকেট পেয়েছেন ফিজ। তার আগে হাত ঘুরিয়ে তিনটি উইকেট পেয়েছেন এবাদত হোসেন। একটি করে উইকেট পেয়েছেন দুই পেসার রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদ। বাকিরা ছিলেন উইকেট শূন্য।
দ্বিতীয় ইনিংসে লাল-সবুজের প্রতিনিধিরা ১ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করতেই ড্র মেনে নেন দুই অধিনায়ক।
তিনে নামা মেহেদী হাসান মিরাজ অপরাজিত থেকে যান ৩২ রানে। প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেও এবার তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় অপরাজিত থাকেন ৯ রানে। প্রথম ইনিংসে ডাক মারা সদ্য সাবেক ক্যাপ্টেন মুমিনুল হক ওপেনিংয়ে নেমে করেন মাত্র ৪ রান।
টেস্ট নেতৃত্ব পেয়েই ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ছুটি গিয়েছিলেন সাকিব আল হাসান। ১০ জুন অ্যান্টিগায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল বিশ্বসেরা এ অলরাউন্ডারের। পরে ছুটি বাড়িয়ে নেন। অ্যান্টিগায় টেস্ট স্কোয়াডে যোগ দিয়েছেন সাকিব। তবে প্রস্তুতি ম্যাচে খেলেননি।
প্রস্তুতি শেষ এবার অপেক্ষা আসল লড়াইয়ের। ১৬ জুন মাঠে গড়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট।