তামিমের শতক, শান্তর ফিফটি
প্রস্তুতি ম্যাচে অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন তামিম ইকবাল। সেঞ্চুরি পেরিয়ে দেড়শ রানের স্কোরের দিকে ছুটছেন এ বাঁহাতি ওপেনার। অর্ধ-শতক পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অন্য ব্যাটসম্যানরা যোগ দিয়েছেন ব্যর্থতার মিছিলে।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ২৪০ বলে ১৯ চার ও ১ ছক্কায় ১৪০ রান নিয়ে এখনো ব্যাটিং করে যাচ্ছেন তামিম। ৬ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন মোদাদ্দেক হোসেন সৈকত। শান্ত সাজঘরে ফিরেছেন ৫৪ রান নিয়ে। নুরুল হাসান সোহানের দলীয় স্কোরে যোগ করেন ৩৫ রান।
ইয়াসির আলী পিঠের চোট নিয়ে মাঠ ছেড়েছেন। তার ব্যাট থেকে আসে মাত্র ১১ রান। এবারের ক্যারিবীয় সফরে নেই মুশফিকুর রহিম। ইয়াসিরের চোট স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে।
তার আগে টস জিতে ব্যাট করতে নেমে তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় আউট হয়েছেন শূন্য রানে। মুমিনুল হকও মেরেছেন ডাক।
সাকিবের অনুপস্থিতিতে টস করতে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস হতাশ করেছেন। তিনি সংগ্রহ করেছেন মাত্র ৪ রান। মেহেদী হাসান মিরাজের এনে দিয়েছেন মাত্র ৭ রান।
ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে তিনদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। ১৬ জুন মাঠে গড়়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট।