বাংলাদেশ সিরিজে নেই হোল্ডার, রিজার্ভে চন্দরপল তনয়
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে নেই জেসন হোল্ডার, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল। বিশ্রাম ও পুনর্বাসনের জন্য বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটেই খেলবেন না হোল্ডার। রোচ ফিটনেস টেস্টে উতরাতে পারলে ১৩তম সদস্য হিসেবে যোগ হবেন দলে।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
মূল স্কোয়াডে জায়গা না পেলেও রিজার্ভ তালিকায় ঠাঁই পেয়েছেন ক্যারিবিয়ান গ্রেট শিবনারায়ন চন্দরপলের ছেলে তেজেনারায়ন চন্দরপল।
এবারের ক্যারিবিয়ান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক লড়াই। প্রথম টেস্ট মাঠে গড়়াবে ১৬ জুন। ভেন্যু অ্যান্টিগা। ২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রিফার, জেডেন সিলস, ডেভন টমাস।
ফিটনেস প্রমাণ সাপেক্ষে: কেমার রোচ।
রিজার্ভ: তেজেনারায়ন চন্দরপল, শারমন লুইস।